সিলেটে সোনার দোকানের এক কর্মচারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার নিউ সিলেট ভেনাস জুয়েলার্সে ছিনতাইয়ের চেষ্টার ঘটনার ভিডিও ফুটেজ দেখে যুবককে বুধবার (২৮ জুন) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মুশফিকুর রহমান ওরফে তানভির (২২)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নগরীর জিন্দাবাজার এলাকার হাজারী বিপণি বিতানের নিউ সিলেট ভেনাস জুয়েলার্সে যান মুশফিকুর। এ সময় তার মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল। দোকানে থাকা এক কর্মচারীর কাছে স্বর্ণালংকার দেখতে চেয়ে মুশফিকুর মরিচের গুঁড়া ছিটিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টাকালে দোকান কর্মচারীর চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও বাইরের অন্য প্রতিষ্ঠানের কর্মচারীরা এগিয়ে এসে মুশফিকুরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরবর্তীতে ছিনতাই চেষ্টার ঘটনায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বাদী হয়ে মুশফিকুরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, বাদীর দায়েরকৃত মামলায় মুশফিকুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে ইতোমধ্যে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মূলত, টাকার অভাবে এই যুবক স্বর্ণের দোকানে ঢুকে এমন কাণ্ড ঘটান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইউটিউবে ভিডিও দেখে স্বর্ণের দোকানে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের এমন পরিকল্পনা করেছিলেন।

মাসুদ আহমদ রনি/এমএ