চেয়ারম্যানের মামলায় নারী ইউপি সদস্য কারাগারে
নারী ইউপি সদস্যসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত
পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী রাইসুল ইসলামের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারী ইউপি সদস্যসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার (২৮ জুন) দুপুরে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশীষ রায়।
বিজ্ঞাপন
আসামিরা হলেন- মৌকরণ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিনারা বেগম (৫৫) ও মো. কালাম বেপারীর ছেলে মো. রাকিব হোসেন (২২)।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জুন) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষ্যে গরিবদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করার সময় চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মিনারা বেগমের নির্দেশে আসামিরা সশস্ত্র হামলা চালায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান কাজী রইসুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।
ইউপি চেয়ারম্যান কাজী রইসুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা প্রদান করে আসছিলেন এই নারী ইউপি সদস্য। ৪০ দিনের কর্মসূচির কাজ না করে বিল উত্তোলন ও ৫টি টিয়ার/কাবিখার কাজ না করে টাকা উত্তোলনের বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে তারা দলবদ্ধ হয়ে হামলা করেছে।
বাদীপক্ষের আইনজীবী মো. আল আমিন হাওলাদার জানান, আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত জামিন শুনানি না করে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন
মাহমুদ হাসান রায়হান/আরএআর