ভোলায় হরতাল স্থগিত
হেফাজত ইসলামের কর্মীদের মুক্তির দাবিতে ভোলায় পূর্বঘোষিত বুধবারের (৩১ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে হরতাল স্থগিতের ঘোষণা দেন জেলা কমিটির সভাপতি মাওলানা বশির উদ্দিন। একই সঙ্গে শুক্রবার (০২ এপ্রিল) হেফাজতের বিক্ষোভ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণ ও উলামায়ে কেরামদের আহবান জানান তিনি।
বিজ্ঞাপন
মাওলানা বশির উদ্দিন বলেন, ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির পরামর্শে ভোলায় হরতাল স্থগিত করা হয়েছে। তবে হেফাজত কর্মীদের মুক্তির দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত তাদের মুক্তি না হবে ততদিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মূলত জনদুর্ভোগের কথা চিন্তা করে হরতাল থেকে সরে এসেছে ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি।
সভায় আরও উপস্থিত ছিলেন ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দীন ফারুকী, যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা ইউসুফ আদনান ও মাওলানা আব্দুল মোমিন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে ডাকা হেফাজতের বিক্ষোভে পুলিশের হামলার প্রতিবাদে রোববার (২৮ মার্চ) হরতাল পালনের সময় ১০ জনকে আটক করে পুলিশ। তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বলে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়। বর্তমানে গ্রেফতারকৃতরা কারাগারে আছেন। তাদের মুক্তির দাবিতে সোমবার (২৯ মার্চ) সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দিয়েছিল ভোলার ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি।
সৈয়দ মেহেদী হাসান/এএম/ওএফ