ভোলায় শব্দ দূষণের দায়ে ৩ যানবাহনকে জরিমানা
ভোলায় অতিমাত্রায় শব্দ দূষণের দায়ে তিনটি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ভোলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভোলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন।
বিজ্ঞাপন
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, আজকের অভিযানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহন বিলাস পরিবহনকে ২ হাজার টাকা, বাস মালিক সমিতির যানবাহনকে ৫ হাজার টাকা এবং আবু পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
তিনি জানান, শব্দ দূষণরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ অভিযান চলমান থাকবে।
আবদুল হান্নান/এফকে