যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন মামলায় আ.লীগ নেতা কারাগারে
নাটোরে যুবলীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন করা মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বাবলু নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক রওশন আলম জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
তবে এ মামলায় জামিন আবেদন করা অপর ৩ আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ও সেন্টুর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আসামিদের ৪ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালতের বিচারক শুনানি শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রমজানসহ ৩ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও মামলার ২ নম্বর আসামি মোর্তজা আলী বাবলুর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ২৩ জুলাই যুবলীগ নেতা মো. মিঠুন আলীর হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনা ঘটে। এই ঘটনায় পরের দিন ২৪ জুলাই রাতে তার ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে নাটোর সদর থানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শাহিনুল আশিক/আরকে