যুক্তরাজ্যফেরত আরও ৮৩ জন কোয়ারেন্টাইনে
যুক্তরাজ্য থেকে সিলেট পৌঁছেছেন আরও ৮৩ প্রবাসী। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি-২০২) একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
পুলিশ জানায়, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডন থেকে ৮৩ জন যাত্রী সিলেট বিমানবন্দরে পৌঁছান। পরবর্তীতে ইমিগ্রেশন কাজ শেষে বেলা সাড়ে ১১টায় সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিআরটিসি বাসযোগে বিমানবন্দর থেকে হোটেলে পাঠানো হয়।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৮৩ জনের মধ্যে হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬ জন, হোটেল হলিগেটে ১৭ জন, হোটেল হলিসাইডে ৩ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১ জন, হোটেল লা রোজে ১৭ জন, হোটেল লা ভিস্তায় ৮ জন, হোটেল রেইনবো গেস্ট হাউজে ১০ জন ও রয়েল প্লাম হোটেলে ১০ জনকে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, যুক্তরাজ্য থেকে ৮৩ জন প্রবাসী সিলেট বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের সিলেটের ৯টি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তুহিন আহমদ/এসপি