বিএনপির দুই নেতার বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ
ফরিদপুরে আধা ঘণ্টার ব্যবধানে বিএনপির দুই নেতার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের একজন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ওরফে ইছা এবং অন্যজন হলেন সদস্য সচিব এ কে কিবরিয়া ওরফে স্বপন।
রোববার (৩০ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের পূর্ব খাবাসপুর এলাকায় কিবরিয়ার বাড়িতে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ৩০মিনিট পর রাত পৌনে ৯টার দিকে শহরের ঝিলটুলি এলাকায় মোদাররেছের বাড়ির সামনে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ।
বিজ্ঞাপন
একে কিবরিয়া জানান, রোববার রাত সোয়া ৮টার দিকে তার বাসার সামনে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনার পাঁচ মিনিট আগে তিনি বাসায় ফিরেন। এরপর বিকট শব্দ শুনতে পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন বাসার সামনে বাগানে ধোঁয়া উড়ছে। এরপর তিনি বাইরে বেরিয়ে আসেন। পরে আশপাশের বাড়ির বাসিন্দারা জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন তরুণ এসে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। তাদের সকলের মুখে মাস্ক পড়া ছিল।
তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ফরিদপুর পুলিশ সুপার মো.শাহজাহান ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে জানানো হয়। পরে কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
বিজ্ঞাপন
এএসআই রেজাউল সাংবাদিকদের বলেন, একে কিবরিয়া স্বপনের বাসায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনার কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে শহরের ঝিলটুলীতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসার বাসভবনের সামনে আরো একটি ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল বলেন, বিএনপির দুই নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল সোমবার(৩১ জুলাই) বিকেল চারটায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশকে বানচাল করতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে সোমবার বিকেলে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা সাইফুল আজমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
জহির হোসেন/এমজে