দুই খালার পাশেই দাফন হলো মাহিরের, নিখোঁজ আরেক শিশু
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে শিশু মাহিরের মরদেহটি ভেসে উঠলে মাওয়া ফায়ার সার্ভিসের সদস্যরা সেটি উদ্ধার করে।
উদ্ধার শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করলে মৃত মাহিরকে সোমবার রাত ১০টার দিকে সিরাজদিখান উপজেলার খিদিরপাড়া সামাজিক কবরস্থানে একই ঘটনায় মৃত তার দুই খালাসহ অপর ৬ জনের পাশে দাফন করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মাহিরের চাচা আরশাদ হোসেন। তিনি বলেন, খিদিরপাড়া কবরস্থানে এই নিয়ে আমরা ওই
ট্রলারডুবিতে মারা যাওয়া সাতজনকে দাফন করলাম। এই ঘটনায় মোট ৯ জনের মরদেহ উদ্ধার হলেও একজনকে কয়রাখোলা কবরস্থানে এবং একজনকে লতব্দী কবরস্থানে দাফন করা হয়েছে। এখনও নাভা (৫) নামের আমার ভাগ্নি নিখোঁজ রয়েছে।
নিহত মাহির সিরাজদিখান উপজেলার লতাব্দী ইউনিয়নের খিদিরপুর এলাকার রুবেল শেখের ছেলে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।
বিজ্ঞাপন
এর আগে আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশের টঙ্গিবাড়ী উপজেলার সুবচনী এলাকা হতে তুরান (৮) নামের আরেক শিশু মরদেহ উদ্ধার করা হয়। এখনো একমাত্র নিখোঁজ তুরানের ছোট বোন নাভা (৫)।
>>> ঘটনাস্থলের পাশেই ভেসে উঠলো তুরানের মরদেহ
মাওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল মতিন রহমান বলেন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ঘটনার পর হতেই উদ্ধার অভিযান চালিয়ে আসছে। নিখোঁজ তিন শিশুর সন্ধানে রোববার রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। সোমবার ভোর থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সুবচনী এলাকায় তুরানের মরদেহ ভেসে ওঠে। মরদেহ পরিবারকে হস্তান্তর হয়েছে। নিখোঁজ অন্য দুই শিশুর সন্ধান চলছিল। এর মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের ২০০ মিটার ভাটিতে মাহিরের মরদেহ পাওয়া যায়। পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। নিখোঁজ নাভার সন্ধান চলছে।
ট্রলারডুবির ঘটনায় আরও যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, সিরাজদিখান উপজেলার লতাব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের শাহজাহানের স্ত্রী মোকছেদা বেগম (৪০), একই এলাকার আফসার উদ্দিনের স্ত্রী এপি আক্তার (২৮), তার বড় বোন পপি আক্তার (৩০), পপির দুই ছেলে সাকিবুল (১০), সজীবুল (৪), একই এলাকার শাহাদাতের মেয়ে হুমায়রা (৫ মাস) এবং ফিরোজ সরকারের ছেলে ফারিয়ান (৮)।
প্রসঙ্গত, গত শনিবার সকালে লতাব্দী ইউনিয়নে নারী শিশুসহ ৪৬ জন ট্রলারে করে পদ্মা নদীতে ভ্রমণে যান। পিকনিক শেষে ট্রলারটি তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতাব্দীর দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে ট্রলারটি তলিয়ে যায়।
ব. ম শামীম/আরকে