রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হলো।

মৃত বৃদ্ধার নাম বেদেনা (৬৫)। তিনি নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা থেকে এসেছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফএমএ শামীম আহমেদ জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল একজন ও আজ দুইজন মারা গেছেন। যারা মারা গেছেন তারা সবাই ঢাকা ফেরত। তবে জ্বরে আক্রান্তের পর একবারে খারাপ অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 

শাহিনুল আশিক/এমজেইউ