মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খুকি আক্তার (৪৮) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। মাকে বাঁচাতে গিয়ে ছেলে হোসাইন (১৫) গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট ) দুপুর ১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খুকি আক্তার কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ও শান্তিনগর গ্রামের খোকন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাদের ওপর ভেজা কাপড় শুকাতে যান খুকি আক্তার। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের ওপর পড়ে যান। শব্দ পেয়ে খুকি আক্তারের মেয়ে শাহিনা আক্তার (২২) ও ছেলে হোসাইন দ্রুত ছাদের ওপর গিয়ে মাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে গজারিয়া ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত খুকি আক্তারকে উদ্ধার করেন। নিহতের ছেলে হোসাইন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি আছে। 

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব.ম শামীম/আরএআর