ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম মাঈন উদ্দিন (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে শহরের কলেজ রেলগেইটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাঈন উদ্দিন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের ভূইয়া বাড়ির মৃত রুক্কু মিয়ার ছেলে। অন্যদিকে আহত ব্যক্তির নাম জগত মিয়া (৫০)। তিনি নরসিংদী জেলার বারিচা গ্রামের মৃত আব্দুর রেজ্জাক মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হাতেম আলী ভূইয়া জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে কলেজ রেলগেইট আসলে ব্রডব্যান্ড তারের সাথে পেচিয়ে ট্রেনের ছাদে থাকা ২ যাত্রী নিচে পড়ে যান এবং এরপর ট্রেনে কাটা পড়েন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা দু’জনই আখাউড়া খরমপুর কেল্লা শাহ মাজারে যাওয়ার জন্য ট্রেনের ছাদে উঠেছিল।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, ট্রেনে কাটা পড়ে কোমর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাঈন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর আহত জগত মিয়াকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বাহাদুর আলম/টিএম