বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকায় একটি সিগারেট কোম্পানির অফিসে ঢুকে ১৫৪ কার্টন সিগারেট ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) ৬নং মাধবপাশা ইউনিয়নের প্রতাপপুর জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাতে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অফিসে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেন। রাত ১০টার দিকে ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল কোম্পানির অফিসে ঢুকতে চাইলে তাদের বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এ সময় নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে রাখেন তারা। এরপর কোম্পানির ভেতরে ঢুকে ১৫৩ কার্টন নেভি ও এক কার্টন ক্যামেল সিগারেট ডাকাতি করে নিয়ে যায়।

এয়ারপোর্টে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঘটনার প্রাথমিক তদন্তে ওই অফিসের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। আমরা অভিযোগ তদন্ত করে দেখছি। 

সৈয়দ মেহেদী হাসান/এএএ