সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, কুমিল্লায় ১৬ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় কুমিল্লায় ১৬ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মেজবাহ উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খান, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ শাখার সহ-সভাপতি মো. তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নাঈমুল ইসলাম শান্ত, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহিম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ছাদেক হোসেন, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির এবং দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হককে অব্যাহতি দেওয়া হলো।
ঢাকা পোস্টকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী দেশের সর্বোচ্চ আদালতে দণ্ডিত একজন মানবতাবিরোধী অপরাধী। ছাত্রলীগের নেতাকর্মীরা একজন রাজাকারের মৃত্যুতে শোক প্রকাশ করবে, এটা মেনে নেওয়া যায় না। ছাত্রলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এমজেইউ