কয়েলের আগুনে কৃষকের সর্বনাশ
আগুনে পুড়ে যাওয়া ঘর
কয়েলের আগুনে সর্বনাশ হলো কৃষকের। এনজিও থেকে ঋণ নিয়ে ফসল ফলিয়ে ঘরে তুলে বিক্রি করার আগেই কয়েলের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়েছে দুইটি গরু পেঁয়াজ, রসুন, ধান, চাল ও বাড়ির সব আসবাবপত্রসহ ৫ লাখ টাকার মালামাল ।
সোমবার (৫ এপ্রিল ২০২১) রাত সাড়ে ১০ টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার পুরান মাসুমদিয়া গ্রামের মজিবর সরদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিজ্ঞাপন
মজিবর সরদার জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়ালে কয়েল জ্বালিয়ে ঘুমাতে যাই। রাতে মানুষের চিৎকারে ঘুম ভেঙে দেখি আগুনে পুড়ে সব শেষ । গরু, গোয়াল এবং ঘরে রক্ষিত পেঁয়াজ রসুন, ধান সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, গরু দুইটিকে ইদে বিক্রি করে ঋণ পরিশোধের কথা ছিল।
কাশিনাথপুর ফায়ার স্টেশনের মো. খোরশেদ আলম জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বে আগুন নিভে যায়।
বিজ্ঞাপন
রাকিব হাসনাত/ এমআইএইচ