রংপুরে বেশি দামে স্যালাইন বিক্রি করায় দুই ফার্মেসিকে জরিমানা
রংপুরে ডিএনএস স্যালাইন অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলাম।
বিজ্ঞাপন
ভোক্তা অধিকার সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই এলাকার ফার্মেসিগুলো কৃত্রিম সংকট তৈরি করে ১০০ টাকার স্যালাইন ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রয় করে আসছে। অভিযানের সময় অবসর মেডিসিন কর্নারে বিপুল পরিমাণ ডিএনএস স্যালাইন জব্দ করা হয়। পরে ওই ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
একই দিনে রিফাত মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে অবৈধ মজুদ রাখা ডিএনএস স্যালাইন জব্দ ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধও জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থাটির বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলাম বলেন, অবসর ও রিফাত ফার্মেসিতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠানো হয়। তারা আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা জানান। পরে বেশি দাম দিলে স্যালাইন দেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্যালাইন জব্দ করি এবং সতর্কতামূলক জরিমানা করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ