অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ
গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের ফলে ঠাকুরগাঁওয়ে বেশ কিছু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। সেইসঙ্গে কৃষকের আমন ধানের খেত তলিয়ে গেছে পানিতে। গত (২১ সেপ্টেম্বর) রাত থেকেই ঠাকুরগাঁও জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়িগুঁড়ি, কখনো ভারী বর্ষণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ৫৩৫ হেক্টর জমিতে আউশ, আমনসহ গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ হয়েছে। টানা বৃষ্টিতে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন গ্রামের নীচু এলাকার সবজির খেত পানিতে তলিয়ে গেছে।
বিজ্ঞাপন
গড়েয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ইসলাম বলেন, আমাদের গ্রামসহ আশপাশের এলাকার দেড় শতাধিক চাষির মুলা, ঝিঙে, বেগুন, করলাসহ সবজির কিছু খেতে পানিতে ডুবে গেছে।
কথা হয় বৃষ্টিতে তলিয়ে যাওয়া রহিমানপুর ইউনিয়নের কৃষক আবদুল খালেকের (৩৫) সঙ্গে। তিনি বলেন, আমি এ বছর ২ একর জমিতে আমনের আবাদ করেছি। রোপা আমন খেত গত তিনদিন ধরে বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে আছে। এভাবে পানিতে কয়েকদিন তলিয়ে থাকলে আমন ধান নষ্ট হয়ে যাবে।
বিজ্ঞাপন
জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মো. আব্দুল হান্নান বলেন, আমার ইউনিয়নের কিছু নীচু জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কৃষকের খেতের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এএএ