মুফতি হান্নানের ভাইকে কৃষক লীগের সভাপতি করার অভিযোগ
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন
জঙ্গিনেতা মুফতি হান্নানের খালাতো ভাই মুন্সি মাহফুজ হাসানাত কামরুলকে সভাপতি করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির একাংশের নেতারা। সেই সঙ্গে এ কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
বুধবার (৭ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের নতুন কমিটির সহসভাপতি অরুন মল্লিক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবির।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু, কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবলু হাজরা, যুবলীগ নেতা মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদাসহ আওয়ামী লীগ, কৃষক লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
সংসদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বছর কোটালীপাড়া উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সম্মেলন করার লক্ষ্যে একাধিক প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, মুন্সি মাহফুজ হাসানাত কামরুল উপজেলা কৃষক লীগের সাধারণ সদস্য নন। এমনকি, তিনি সম্মেলন প্রস্তুতিসহ কোনো কমিটিতেও ছিলেন না। কামরুলের খালাতো ভাই জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নান। বড় ভাই মুন্সি সারাফত হোসেন কোটালীপাড়া উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। সম্মেলন না করে অর্থের বিনিময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বিতর্কিত কামরুলকে সভাপতি করে ৪ এপ্রিল কমিটি গঠন করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ১১ ইউনিয়ন ও পৌর কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্যরা বর্ধিত সভা করে। তারা উপজেলা কৃষক লীগের কমিটির নামের তালিকা করে জেলা কৃষক লীগকে পাঠায়। জেলা কৃষক লীগ কমিটির অনুমোদন দেয়। এখানে আমার সংশ্লিষ্টতা নেই।
গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস বলেন, এখানে অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়। তবে মাহফুজ হাসানাত জঙ্গিনেতা মুফতি হান্নানের খালাতো ভাই কিনা আমার জানা নেই।
এএম