পঞ্চগড়ের আটোয়ারীতে মৌমাছির আক্রমণে গোপাল চন্দ্র বর্মন (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে জেলার আটেয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়শিঙ্গিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

মৃত গোপাল ওই এলাকার নির্মল চন্দ্র বর্মনের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপাল গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। বুধবার দুপুরে তিনি বাড়ির উঠানে বসে থাকাবস্থায় পাশে বড়ই গাছের মৌচাকে হঠাৎ করে একটি চিল এসে হানা দিলে মৌমাছি উড়ে গোপালের গায়ে পড়ে এবং তাকে আক্রমণ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে মৌমাছির আক্রমণ থেকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং চিকিৎসক দেখার পর তাকে মৃত ঘোষণা করেন। 

আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন মৌমাছির আক্রমণে ওই দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

রনি মিয়াজী/এমএএস