অজ্ঞাত পরিচয় দুই যুবকের মাথাবিহীন পোড়া মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশনে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মাথাবিহীন পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্প‌তিবার (০৮ এপ্রিল) দুপুর‌ দেড়টার দি‌কে উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের আসলামপুর গ্রা‌মের ভুঁইয়ার বাগান থে‌কে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, ওই দুই ব্যক্তিকে হত্যা করে মাথা কেটে নিয়ে বাকি অংশ গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে মরদেহের হাত, পা ও বুক ছাড়া বাকি অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নির হো‌সেন মিঞা ঢাকা পোস্টকে বলেন, দুপুরে খবর পেয়ে পুলিশ উপজেলার আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজ এলাকার ভূঁইয়াবাড়ির পরিত্যক্ত ওই বাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। মাথা ও মুখমণ্ডল না থাকায় মরদেহ দুটি শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে কোমড়ের বেল্ট দেখে পুলিশ মরদেহগুলো পুরুষের বলে নিশ্চিত হয়েছে। তা‌দের বয়স আনুমা‌নিক ৩৫ থে‌কে ৪০ বছ‌রের ম‌ধ্যে হ‌বে। 

তিনি আরও জানান, মাথাবিহীন মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও মরদেহের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর