করোনাভাইরাস পরিস্থিতি- রাজশাহী
রাজশাহী মেডিকেল হাসপাতালে ৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
তারা হলেন আবুল হোসেন (৫০), মো. মিলন (৬৬), আবদুল কুদ্দুস (৭৩), আবদুল মালেক (৬৮) ও শরিফুল ইসলাম (৭২)।
বিজ্ঞাপন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন একজন। বাকি চারজন মারা গেছেন করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, করোনা এবং উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৯ জন।
বিজ্ঞাপন
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়া ও পাবনায় একজন করে মারা গেছেন। নতুন করে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সুস্থ হয়েছে ৩২ জন।
তিনি আরও বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৮৫৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৯৭৯ জন। করোনায় প্রাণ গেছে ৪২০ জনের। এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ১০ হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এই জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৬৬ জন।
ফেরদৌস সিদ্দিকী/এএম