কাপড়ের দোকানে সরকারি চাল, আ.লীগ নেতাকে জরিমানা
কাপড়ের দোকানে সরকারি চাল মজুত রাখার দায়ে রেজাউল করিম রেজা নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকানে রাখা ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের একটি কাপড়ের দোকানে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম রেজা উপজেলার কৈডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, পৌরসভার শরৎনগর বাজারের একটি কাপড়ের দোকানে সরকারি চাল মজুত রাখা আছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।
বিজ্ঞাপন
এ সময় সেখান থেকে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে সরকারি চাল মজুত রাখার দায়ে আওয়ামী লীগ নেতা রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী জানান, কাপড়ের দোকানে সরকারি চাল মজুতের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১২ বস্তা চাল জব্দ করা হয়েছে।
রাকিব হাসনাত/এএএ