মা ইলিশ রক্ষায় অভিযান
নোয়াখালীতে ২০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পোড়ানো হলো এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল। যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকায় এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এর আগে বামনী নদী ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে এসব জাল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনী নদী ও মেঘনা নদীতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় এক লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। উদ্ধারকালে জালের কোনো মালিক না থাকায় জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার ও কোস্টগার্ডের সদস্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, মা ইলিশ রক্ষায় আমরা অভিযানে গিয়েছিলাম। মেঘনা ও বামনী নদীতে এসব অবৈধ জাল পেয়ে স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল রেখে পালিয়ে যান জেলেরা। বর্তমানে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলছে। অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
বিজ্ঞাপন
এসএম