নাটোরে ১৪ জনের ১০ জনই করোনা পজিটিভ
নাটোর সিভিল সার্জন কার্যালয়
নাটোরে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা পজিটিভ প্রতিবেদন পাওয়া গেছে।
শুক্রবার (০৯ এপ্রিল) নতুন করে এ ১০ জন করোনায় আক্রান্ত হন। ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫৮ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা পরীক্ষার জন্য শুধুমাত্র সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নমুনা নেওয়া হয়। এজন্য নমুনা দিতে এসে অনেকেই দুর্ভোগে পড়েন। এই কেন্দ্রে সর্বোচ্চ ২০ জনের নমুনার ফলাফল দেওয়া হয়। বাকি নমুনা রাজশাহী কিংবা ঢাকার ল্যাবে পাঠানো হয়। ফলে প্রতিবেদন পেতে দীর্ঘসময় লেগে যায়।
বিজ্ঞাপন
নাটোর সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হাফিজার রহমান বলেন, রাজশাহী থেকে করোনার প্রতিবেদন পেতে কয়েকদিন অপেক্ষা করতে হয়। গত এক সপ্তাহে পাঠানো প্রায় শতাধিক নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি। শুক্রবার ১৪ জনের নমুনা পরীক্ষার পর ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাজশাহীতে নমুনা পরীক্ষা করা হয়। তারা যাতে দ্রুত ফলাফল জানায় সে বিষয়ে কথা হয়েছে। তবে হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে গেছে।
বিজ্ঞাপন
তাপস কুমার/এএম