বরগুনা জেনারেল হাসপাতাল

বরগুনায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) সকাল ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

মৃত মোহাম্মদ আলী ওরফে নয়া মিয়া (৭০) তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ১২২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৭ জন। চিকিৎসাধীন আছেন ৭১ জন। আক্রান্তদের মধ্যে ৮২২ জন পুরুষ এবং ৩০০ জন নারী।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ শাহনাজ পারভীন বলেন, করোনায় আক্রান্ত হয়ে ৩০ মার্চ হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ। করোনায় আক্রান্ত ছাড়াও তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাফ উদ্দিন বলেন, ২০২১ সালে শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউয়ে বরগুনা জেনারেল হাসপাতালে করোনায় প্রথম মৃত্যু এটি। হাসপাতালে এই মুহূর্তে ১৬ জন করোনা রোগী চিকিৎসাধীন।

সাইফুল ইসলাম মিরাজ/এএম