আল আলাল

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল আলাল।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

আল আলাল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আরও একধাপ এগিয়ে গেলেন আল্লামা মামুনুল হক। কোটি হৃদয়ে স্থান করে প্রমাণ করলেন তিনি এ যুগের সালাহউদ্দিন আইয়ুবী। আর কি করবি তোরা? আলহামদুলিল্লাহ।’

জানা গেছে, আল আলাল দীর্ঘদিন ধরে ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছিলেন। সম্প্রতি মামুনুল হকের পক্ষে পোস্ট দিলে বিষয়টি নজরে আসে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। এরপর তাকে বহিষ্কার করা হয়।

এর আগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুকে ফেসবুকে হত্যার হুমকি দিয়েছে একটি গোষ্ঠী। এ ঘটনায় তিনি বুধবার (০৭ এপ্রিল) রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

সম্প্রতি হেফাজতে ইসলামের হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও শিশুদের ব্যবহার করে নাশকতা চালানোর বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছিলেন জুবের আহমদ অপু। এর জেরে মাহফুজুর রহমান মাহাদী নামের আইডি থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, সারাদেশে হেফাজতের তাণ্ডবের সমালোচনা করে আমি ফেসবুকে প্রতিবাদ করছি। এতে ক্ষুব্ধ হয়ে মাহফুজুর রহমান মাহাদী নামের এক ব্যক্তি আমাকে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছি। 

তিনি বলেন, হেফাজত নেতা মামুনুলের পক্ষ নিয়ে আল আলাল স্ট্যাটাস দিয়েছেন। আমরা মনে করি, মুজিব আদর্শের কোনো কর্মীর আচরণ এমন হতে পারে না। তাই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সাইদুর রহমান আসাদ/এএম