পাহাড়ে নিয়ে যুবককে গুলি করে হত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন পাহাড় থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাবার প্লট নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম বাইশারী ইউনিয়নের করলিয়া মুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
বিজ্ঞাপন
জানা যায়, রাবার বাগানের শ্রমিকরা রোববার ভোরে কাজে যাওয়ার সময় একটি মরদেহ দেখতে পায়। পরে তারা রাবার বাগানের সুপারভাইজারকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি শহিদুল ইসলামের বলে নিশ্চিত হওয়া যায়।
নিহতের চাচা শাহাবুদ্দিন বলেন, শনিবার রাত ৯টা পর্যন্ত সে এলাকাতেই ছিল। সম্ভবত গভীর রাতে তাকে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে।
বিজ্ঞাপন
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) নুরুল্লাহ ভূইয়া জানান, নিহতের শরীরের আঘাত ও দেশীয় তৈরি অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এএএ