দক্ষিণাঞ্চলে হামুনের শঙ্কা কেটেছে, হতে পারে ভারী বর্ষণ
ঘূর্ণিঝড় হামুন দুর্বল হয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। ফলে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যদিও ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বরিশাল বিভাগীয় প্রশাসন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানান, ইতোমধ্যে হামুন চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যাচ্ছে না। এই অঞ্চলের শঙ্কা কেটে গেছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাসের আদ্রতা, গতিবেগ স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় বিভাগের ৬ জেলায় ৩ হাজার ৩৭৫টি আশ্রয়কেন্দ্র ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এছাড়া ৬ হাজার ২৪৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৬৬টি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়ের জন্য খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫২টি মুজিবকেল্লা। প্রস্তুতকৃত আশ্রয়কেন্দ্রে ১২ লাখ ৯৫ হাজার ৬১০ জন মানুষ ও ১ লাখ ৫২ হাজার ২২৭ টি পশু আশ্রয় নিতে পারবে। খাদ্য সংকট কাটাতে ১ হাজার ৩৮০ মেট্রিক টন চাল, নগদ ২৪ লাখ ৩ হাজার টাকা, ৯৬ বান্ডিল টিন ও ২ হাজার পিচ কম্বল প্রস্তুত রাখা হয়েছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবারের পর্যাপ্ত মজুদ রয়েছে।
তিনি বলেন, হামুন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশের পাশাপাশি শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা বরিশাল বিভাগে তাদের দায়িত্ব পালন করবেন। নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও থাকছেন আমাদের সঙ্গে।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বিভাগে ৪১২ টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। যারা এখন থেকে দুর্যোগ পরবর্তী সময় পর্যন্ত অর্পিত দায়িত্ব পালন করবেন। আর পানিবাহিত রোগের সকল ধরনের ওষুধসহ চিকিৎসা সামগ্রীর কোনো ঘাটতি নেই।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, বিভাগের দুটি নৌ স্টেশনসহ ৪২টি স্টেশনের সাড়ে ৮শ কর্মকর্তা-কর্মচারী ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
হামুনের আঘাতে বেরিবাঁধে ভাঙন দেখা দিলে তা তাৎক্ষণিক রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলার পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বলে জানিয়েছেন বরিশালের প্রধান প্রকৌশলী মো. মুজিবুর রহমান।
যদিও ঘূর্ণিঝড় হামুনের তেমন কোনো প্রভাব এখনো দেখা যায়নি। সন্ধ্যায় আকাশ রক্তবর্ণ দেখালেও বরিশাল শহর ও আশপাশের এলাকায় ঝড়-বৃষ্টি হয়নি।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর