রাজধানীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এ উপলক্ষ্যে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে জেলা দক্ষিণ বিএনপির অন্তত ৫০-৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। 

শুক্রবার (২৭ অক্টোবর) মহাসমাবেশে আসার পথে এবং নিজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। রাত ৯টার দিকে এ অভিযোগ তুলেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন। 

তিনি বলেন, বিএনপির মহাসমাবেশের আগেরদিন বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হয়রানি বেড়েছে। এখন পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৫০-৬০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। নেতাকর্মীরা যেসব গাড়িতে করে ঢাকায় যাচ্ছেন, তাদেরকে সেসব গাড়িতে জায়গায় জায়গায় হয়রানি করা হচ্ছে। মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিস ঘাঁটাঘাঁটি করে দেখছে পুলিশ। এছাড়া, নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়েও হয়রানি করছে। এটা কোনো সভ্য দেশের চিত্র হতে পারে না। 

বিএনপির এই নেতা বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা থেকে আমাদের প্রায় ১০ হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। মাত্রাতিরিক্ত পুলিশি হয়রানি এবং গ্রেপ্তার উপেক্ষা করে মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীরা ঢাকায় যাবেই। সরকারের পতন এবার চূড়ান্ত। কেউ আটকাতে পারবে না।

এ অভিযোগের বিষয়ে জানতে জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বেশ কয়েকবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে ফোন করা হলে নেটওয়ার্কের সমস্যার কারণে তার সঙ্গে কথা বলা যায়নি। 

আরিফ আজগর/কেএ