২০০ টাকার জন্য বন্ধুকে হত্যা
অভিযুক্তকে আটক করেছে পুলিশ
সাতক্ষীরা শহরের কাশেমপুর মালীপাড়ায় গাঁজা কেনার জন্য টাকা না পেয়ে বন্ধুকে জবাই করে হত্যার ঘটনায় সাগর হোসেন (১৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাগর হোসেন শহরের কাশেমপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। গাঁজা কেনার জন্য টাকা না দিলে সালাউদ্দীন আহমেদকে (১৬) কুপিয়ে হত্যা করে বলে পুলিশ জানায়। নিহত সালাউদ্দীন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা দুইজনই মাদকসেবী। মাদক কেনাবেচা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাগর হোসেন তার বন্ধু সালাউদ্দীন আহমেদকে কুপিয়ে হত্যা করে। সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, বন্ধুকে হত্যা করে আত্মগোপনে ছিল সাগর। এ ঘটনায় সালাউদ্দীনের বাবা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিজ্ঞাপন
সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সাগর হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী লাবসা বাইপাস এলাকার একটি গ্যারেজ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়েছে। সাগর হোসেন সালাউদ্দীনের কাছে গাঁজা কেনার জন্য ২০০ টাকা দিয়েছিল। সালাউদ্দীন গাঁজা কিংবা টাকা কোনোটাই না দেওয়ায় খুন করেছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে সাগর ছুরি দিয়ে কুপিয়ে সালাউদ্দীনকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আকরামুল ইসলাম/এমআইএইচ