হরতালের প্রভাব পড়তে পারে কুয়াকাটায়, বাতিল হচ্ছে অগ্রিম বুকিং
এক দফা দাবি আদায়ের আন্দোলনে বিএনপির পর জামায়াতে ইসলামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এতে কুয়াকাটার পর্যটন খাতে নৈতিবাচক প্রভাব পড়তে পারে। হরতাল ঘোষণার পর থেকে বাতিল হতে শুরু করেছে কুয়াকাটার হোটেলের অগ্রিম বুকিং।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পরে কুয়াকাটা বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি ও জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে কেন্দ্র করে এমনিতেই গত শুক্রবারের পরে পর্যটকদের আনাগোনা কম। এরপরেও কিছু বুকিং ছিল কিন্তু হরতালের ঘোষণা আসার পরপরই বাতিল হতে শুরু করে সেই বুকিংগুলো।
বিজ্ঞাপন
এ বিষয় হোটেল স্কাই ভিউয়ের পরিচালক আলমগীর খান ঢাকা পোস্টকে বলেন, গত শুক্রবারের পরে এমনিতেই তেমন বুকিং ছিল না। মাত্র চারটি রুম বুকিং হয়েছিল অগ্রিম, তাও হরতালের ঘোষণা আসার পরে ফোন দিয়ে বাতিল করে দিয়েছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম.এ. মোতালেব শরীফ জানান, হরতালের কারণেই ইতিমধ্যে কুয়াকাটা যারা পর্যটক ছিলেন তারা কুয়াকাটা ছাড়তে শুরু করেছেন এবং অগ্রিম বুকিংগুলো বাতিল হচ্ছে।
বিজ্ঞাপন
এসএম আলমাস/এএএ