ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশ শেষে নোয়াখালীতে ফেরার পথে বিএনপির ২০ নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য জানান নোয়াখালী জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ওমর ফারুক টফি। 

তিনি বলেন, মহাসমাবেশ শেষে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে লাকসাম, সোনাইমুড়ী চৌরাস্তা, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর থেকে বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের অপরাধ কেনো তারা সমাবেশে যোগদান করেছে। আটককৃতদের নাম ঠিকানা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ঢাকা পোস্টকে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বলেন, ঢাকায় আমাদের ২০ জনের অধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এখন বাড়ি ফেরার পথে আরও ২০ জনকে আটক করা হয়েছে। আটককৃত নেতাকর্মীরা নিরপরাধ। আমি অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৩ জন নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, বিএনপির ১৩ নেতাকর্মীকে আমরা আটক করেছি। তারা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসিব আল আমিন/এএএ