রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ঢাকা নয়াপল্টন মহাসমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. মো. আসলাম মিয়া।

তিনি বলেন, গতকাল এক দফা দাবিতে ঢাকায় নয়াপল্টনে বিএনপির মহা সমাবেশ ছিল। সেই মহাসমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় সমাবেশে অতর্কিতভাবে পুলিশ হামলা চালায়। পুলিশের হামলায় লিয়াকত আলী বাবু আহত হন এবং তাকে পুলিশ বিনা অপরাধে গ্রেপ্তার করে। আমরা রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে অবিলম্বে মুক্তির দাবি করছি।

মীর সামসুজ্জামান/এএএ