ট্রাক্টরের ধাক্কায় কিশোরের মৃত্যু
সিলেটের জালালাবাদ থানাধীন মিরপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ছাবের আহমদ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটায় ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে ৪টায় সে মারা যায়।
পুলিশ জানায়, ওই এলাকার জামাল মিয়া ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় ছাবেরকে ধাক্কা দেয়। এতে তার মাথায় ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, দুর্ঘটনার পর ছাবেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তুহিন আহমদ/এইচকে
বিজ্ঞাপন