ককটেল বিস্ফোরণের পর বিএনপি নেতার অফিস ভাঙচুর
পাবনার ঈশ্বরদীর রেলগেটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপর বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অফিস ভাঙচুর করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ও রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী শহরের রেলগেটে এলাকায় এসব ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেশ কয়েকজন যুবক রেলগেটে এলাকা একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এবং একটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। পরে পুলিশ, র্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ঘণ্টা খানেক পরে সেখানে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পাশেই বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অফিস ভাঙচুর করেন তারা।
এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপারের (ঈশ্বরদী সার্কেল) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জাকারিয়া পিন্টু পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৯ সালে মৃত্যুদণ্ডের আদেশের পর তিন বছর কক্সবাজারের টেকনাফে আত্মগোপনে থাকা অবস্থায় গত বছরের জুনে তাকে গ্রেপ্তার করে র্যাব।
পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পৌরসভা নির্বাচনে পিন্টু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রাকিব হাসনাত/এএএ