কনস্টেবল আমিরুল হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ইউসুফ রাজা
গত ২৮ অক্টোবর রাজধানীতে পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ইউসুফ রাজাকে গ্রেপ্তার করেন। পরে রাতেই তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
বিজ্ঞাপন
ওসি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় পুলিশ সদস্যকে হত্যা মামলার এজাহার নামীয় আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা। পুলিশ ও র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালায়। শুক্রবার দিবাগত রাতে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেন।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওসি সাজ্জাদ হোসেন।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলম/আরএআর