জুতার কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাব সংলগ্ন ইস্টার্ন ব্যাংকের ভবনের তিন তলায় ওই জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার ওই জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও একটি ইউনিটকে খবর দিয়ে আনা হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।  

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কোন কোম্পানির জুতার কারখানায় আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনো আমরা পাইনি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে।

 মাহিদুল মাহিদ/আরএআর