ঢাকা-রংপুর মহাসড়কে লরিতে আগুন
ঢাকা-রংপুর মহাসড়কে একটি কন্টেইনারবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার বনানী এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তামাক নেওয়ার জন্য চট্টগ্রাম থেকে একটি কন্টেইনারবাহী লরি রংপুরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে এটি বগুড়ার বনানী এলাকায় পৌঁছায়। এ সময় ওই এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিরোধিতা করে একটি মশাল মিছিল বের করে শতাধিক লোকজন। এ সময় তারা লরিটিকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে চালক বাধ্য হয়ে গাড়িটি থামান। এ সময় মিছিল থেকে কয়েকজন লরিটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এর মধ্যেই গাড়ির সামনের অধিকাংশ অংশ পুড়ে যায়।
বিজ্ঞাপন
লরির চালক বদিউল আলম ঢাকা পোস্টকে বলেন, মিছিল থেকে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করছিল। ভয়ে গাড়ি থামালে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট যাওয়ার আগেই গাড়ির সামনের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে আগুন নেভানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিজ্ঞাপন
আসাফ উদ দৌলা নিওন/এমজেইউ