নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে রংপুরে মশাল মিছিল করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোড চারতলা মোড় এলাকায় ঝটিকা মশাল মিছিল করে দলটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারতলা মোড়ে কয়েকজন মোটরসাইকেলে চড়ে আসেন। এরপর সেখানে মশাল নিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করে তারা দ্রুত সটকে যান। এ সময় চারপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মশাল মিছিল করে দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা থেকে অবিলম্বে সরকারকে পদত্যাগ করাসহ দলের সকল আটক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এদিকে দুপুরে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মহানগরীতে আনন্দ মিছিল করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগ। নগরীর শাপলা চত্বর এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে টেকসই গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে সমাবেশে বক্তব্য দেন নেতারা।

এতে মেট্রোপলিটন কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর শাহাজাদা আরমানের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম, মহানগরের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, আহ্বায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শারীফ, সফিকুল ইসলাম রাহেল, নাজমুল করিম ডলার, সিটি কাউন্সিলর রফিকুল আলম প্রমুখ।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ