রংপুর নগরীর সমবায় ব্যাংক চত্বরের সামনের সড়কে সমাবেশ করেন শিক্ষার্থীরা

ঢাকার পর রংপুরেও আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা নিয়ে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখার দাবিতে তারা বিক্ষোভ করেছেন। 

এ বছর দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। আর এই পরীক্ষা নেয়া হবে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক ইউনিটে। এতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট না থাকায় আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর আগে সকালে দাবি আদায়ে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি প্রেসক্লাব চত্বর হয়ে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এবং সমবায় ব্যাংক চত্বরের সামনে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় অবিলম্বে তাদের দাবি মানা না হলে ১ জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে রংপুর বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিভাগ পরিবর্তন আন্দোলন কমিটির সমন্বয়ক ওয়ালিদুন নুর আকাশ বলেন,  ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে ইউজিসি আমাদের ব্যাপারে একটি চরম ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমরা যারা বিভাগ পরিবর্তনের জন্য অনেক আগে থেকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়ে এসেছি, তাদের জন্য এই সুবিধা রাখা হয়নি। আমরা বিভাগ পরিবর্তনের সুবিধা বহাল রাখার দাবিতে আন্দোলনে নেমেছি। 

আন্দোলনকারী শিক্ষার্থী মাসরুর রাহমান তানজিম বলেন, শেষ মুহূর্তে একটি অমানবিক সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন, আপনি আমাদের স্বপ্নকে বাঁচান।

সমাবেশে আরও বক্তব্য দেন সাইফুল ইসলাম, আওলা সাদিক সরকার, সোহানুর রহমান সুইট, সাবাইত্তা জান্নাত সামান্তা, সুমাইয়া তাবাসসুম, তুষার আবদুল্লাহ, সায়েদুল বাশার প্রমুখ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রতিটি ইউনিটের (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান রাখা এবং মানবিক বিভাগের পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) পরিবর্তে সাধারণ জ্ঞান রাখা অথবা আইসিটির সঙ্গে সাধারণ জ্ঞান যোগ করা।

এবার মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি তোড়জোর চালালেও বড় কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে গত ১ ডিসেম্বর ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্তে আসে। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান- তিনটি গুচ্ছে ১০০ নম্বরের সরাসরি ভর্তি পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে।

এবার যেসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে সেগুলো হচ্ছে- ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্বদ্যিালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।

আরএআর