পাঁচদিন পর ছেলের বিয়ে— সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভুপেন চন্দ্র রায় (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২নভেম্বর) দুপুর ২টার দিকে নীলফামারী সদরের কুন্দপুকুর পূর্ব শালহাটি গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত ভুপেন চন্দ্র রায় ওই এলাকার মৃত দুর্গা প্রসাদ রায়ের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আগামী ২৭ নভেম্বর ভুপেনের ছেলের অনিত চন্দ্র রায়ের বিয়ে। সেজন্য চলছিল সব প্রস্তুতি। বুধবার দুপুরে বাড়ির ঘরের বাইরে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন ভুপেন ও তার ছেলে অনিত। তখনই এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভুপেন বাঁচার জন্য চিৎকার শুরু করলে বাড়ির অন্য সদস্যরা দৌড়ে গিয়ে দেখেন বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। তখন দ্রুত বিদ্যুৎতের মেইন সুইচ বন্ধ করে দেন তারা। এরপর মোটরসাইকেলে করে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভুপেনকে মৃত ঘোষনা করেন।

নিহতের ছেলে অনিত চন্দ্র রায় ঢাকা পোস্টকে বলেন, ‘আগামী ২৭ নভেম্বর আমার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। এজন্য বাবা আর আমি মিলে বাড়ির বিদ্যুতের কাজ করছিলাম। বিয়ের আগে এভাবে বাবাকে হারাব ভাবতে পারিনি।’

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানিয়েছেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ভূপেনের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরিফুল ইসলাম/এমটিআই