পঞ্চগড়ে আ.লীগের এমপি হতে চান ১৫ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার দৌড়ঝাঁপ। পঞ্চগড়ের ২টি আসনে এবার নৌকায় চড়ে এমপি হতে চান ১৫ জন প্রার্থী। এর মধ্যে পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেতুলিয়া) আসন হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমন ১২ জনের নাম জানা গেছে এছাড়াও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন।
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এমপি ছাড়াও আরও দুইজন মনোনয়ন ফরম নিয়েছেন। পঞ্চগড়-১ আসন থেকে এই ১২ জনের মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী কাকে মনোনয়ন দেবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
বিজ্ঞাপন
পঞ্চগড়-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়েবুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি শারমিন জাহান মেরি।
তবে প্রভাস চন্দ্র রায় ও আহসান হাবিব নামে আরও দুজনের মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে। অপরদিকে পঞ্চগড়-২ আসনে রেলমন্ত্রী ছাড়াও আব্দুল মালেক ও বিগ্রেডিয়ার অব. শাহাজাহান (দেবীগঞ্জ) মনোয়নপত্র নিয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রার্থীদের মধ্যে নাঈমুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। গণতন্ত্রে নির্বাচন প্রধান অনুষঙ্গ। নির্বাচনে মনোনয়নের আবেদনও একটা উৎসব। এই উৎসবে সব কর্মী অংশ নিতে চায়। পঞ্চগড় থেকে ঢাকায় গিয়ে সবার পক্ষে এই উৎসবে যোগ দেওয়া কষ্টসাধ্য। মানুষের দুর্ভোগ ও ব্যয় কমাতেই দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন এবং দলীয় মনোনয়নপত্রের আবেদনের জন্য অনলাইনেও সুযোগ রেখেছেন। আর আমি নিজেও যেহেতু ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একজন কর্মী তাই পঞ্চগড় থেকে হাজারো মানুষের ভালোবাসা নিয়ে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছি। এখন মাননীয় নেত্রী বিবেচনা করবেন কাকে তিনি এ আসনে মনোনীত করবেন।
একই কথা বলেন, কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল লতিফ তারিন। তিনি বলেন, গত রোববার আমি কেন্দ্রীয় কার্যালয় হতে মনোনয়নপত্র কিনেছি। তা পূরণ করে জমা দিয়েছি। আশা করছি সভানেত্রী ও প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন।
জেলার সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বলেন, পঞ্চগড়-১ আসনের নৌকার মাঝি হতে মনোনয়নপত্র নিয়েছি। দীর্ঘ সময় ধরে দল ও জনমানুষের কল্যাণে কাজ করছি। আশা করছি নেত্রী বিবেচনা করবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, আমি মনোনয়ন প্রত্যাশী তাই ফরম সংগ্রহ করেছি। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনীত করে নৌকা প্রতীক দেন তাহলে ভোটে নির্বাচিত হব ইনআশাল্লাহ। মেডিকেল কলেজ, রাস্তাঘাট উন্নয়নসহ পঞ্চগড়ের মানুষের চাহিদা আমি বুঝি। কারণ আমি দীর্ঘ সময় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মনে করি পঞ্চগড়-১ আসনের মানুষের আশা পূরণ করতে পারব।
এসকে দোয়েল/আরকে /এএএ