পুলিশ লাইনসের ব্যারাক থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজাহার আলী
সাতক্ষীরা পুলিশ লাইনসে সদ্য যোগদানকারী উপপরিদর্শক (এসআই) আজাহার আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইনসের ব্যারাকের দোতালায় একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এসআইয়ের নাম মো. আজাহার আলী যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। তিনি গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে সাতক্ষীরা পুলিশ লাইনসে যোগদান করেন।
বিজ্ঞাপন
সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে।
সোহাগ হোসেন/আরকে
বিজ্ঞাপন