দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়। আর তাতেই যেন আনন্দের জোয়ার বইতে শুরু করে রাজনৈতিক মাঠে। গত ১৮ নভেম্বর থেকে শুরু করে এই চার দিন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এবং অনলাইনেও চলে মনোনয়ন ফরম বিক্রির কাজ।  

এবার পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নৌকার মাঝি হতে প্রস্তুত দলীয় ২০ জন প্রার্থী। তাদের মধ্যে নৌকার মনোনয়ন ফরম কিনে আলোচনায় আছেন বর্তমান এমপি এবং তার তার স্ত্রী।

গত মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির মেয়াদ শেষ হলে একাধিক সূত্রে জানা যায়, পটুয়াখালী-৪ আসনে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২০ জন প্রার্থী। যাদের মধ্যে রয়েছেন নবীন- প্রবীন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাবেক এমপি-মন্ত্রী, সাবেক সেনা কর্মকর্তা, রয়েছেন শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। 

তবে সবকিছু ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছেন, বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ও তার স্ত্রী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। এ নিয়ে দলের ভেতরেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

এ বিষয় বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ঢাকা পোস্টকে বলেন, আমি গত পাঁচ বছরে কলাপাড়া- রাঙ্গাবালী এলাকার মাটি ও মানুষের সঙ্গে ছিলাম। দলের ভাবমূর্তি ও সাধারণ মানুষের আস্থা অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। দল পুনরায় আমাকে নৌকার হাল ধরার দায়িত্ব দেবেন বলে আমি বিশ্বাস করি। 

তিনি আরও বলেন, আমার সমর্থনেই আমার স্ত্রী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। গতবারও তিনি ফরম কিনেছিলেন। তবে শেখ হাসিনা যাকে নৌকা দেবেন তার পক্ষেই কাজ করব।

এ বিষয় তার স্ত্রী অধ্যক্ষ ফাতিমা আক্তার রেখা ঢাকা পোস্টকে বলেন, আমি আমার স্বামী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের পরামর্শেই নৌকার মনোনয়ন কিনেছি। এই পরিবার সারাজীবন নৌকার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। জনগণ আমাদের সঙ্গে আছেন। 

জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেন, সব কিছুর একটা মান থাকতে হয়। এগুলো ঠিক না। সব কিছু জেনে শুনে যদি তারা এসব কাজ করে তবে কী বলার আছে। এভাবে দলের মান ক্ষুণ্ণ হয়।

এসএম আলমাস/আরকে