পটুয়াখালীর ২২ গ্রামে প্রথম রোজা সম্পন্ন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যরে দেশের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২টি গ্রামে পবিত্র মাহে রমজানের রোজা শুরু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাতে ওই ২২ গ্রামের মানুষ প্রথম রোজার সাহরি খেয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে প্রথম রোজা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা বদরপুর দরবার শরিফ জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি।
বিজ্ঞাপন
গ্রামগুলো হলো পটুয়াখালীর সদর উপজেলার বদপুর, দশমিনা, গলাচিপার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা, কানকুনিপাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরিদ চন্দ্রপাড়া, কনকদীয়া, দিপাশা, শাপলাখালী, আমিরাবাদ, কলাপাড়ার দিণ দেবপুুর প্রমুখ।
জানা যায়, স্থানীয়ভাবে ওইসব গ্রামবাসী চট্টগ্রাম জেলার এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
বদরপুর দরবার শরিফ জামে মসজিদের খতিব শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে ২২ গ্রামে রমজানের রোজা শুরু হয়।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসআর