৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পড়ার টেবিল পুরস্কার পেল ২০ কিশোর

নরসিংদীতে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কার জিতে নিয়েছে ২০ কিশোর। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে শিবপুর উপজেলার দুলালপুর মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় সংগঠন ‌‘মানুষ মানুষের জন্য’ এর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।

মসজিদ কর্তৃপক্ষ ও সংগঠনের কর্মীরা জানায়, শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে দেড় মাস আগে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে ২০ জন কিশোর। নিয়মিত নামাজ জামাতে আদায়ের পুরস্কার হিসেবে কিশোরদের প্রত্যেককে পুরস্কার হিসেবে পড়ার টেবিল দিয়েছেন তারা।

আর যারা ৪০ দিনের মধ্যে দু-একদিন দিন জামাতে পড়তে পারেনি এমন ২১ জনকে দেওয়া হয়েছে কিচেন রেক। এছাড়াও ২৬ জন কিশোরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে জগ দেওয়া হয়। এ প্রতিযোগিতা শুরু হয় পহেলা মার্চ ও শেষ হয় ১০ এপ্রিল। অংশগ্রহণ করে ৬৭ জন।

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান জানান, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই কর্মসূচি হাতে নেই আমরা। অনেক নামাজি তৈরি হলো। তাছাড়া বাচ্চা ও কিশোরদের মধ্যে নামাজের আগ্রহ বাড়ছে। সব মিলিয়ে কাজটা করতে পেরে আমাদের ভালো লাগছে।

রাকিবুল ইসলাম/এমএসআর