বড়াইগ্রামের মৌখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নাটোরে বড়াইগ্রামের মৌখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েকটি দোকান। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মৌখাড়া বাজারে সুজন ও আল মামুন এন্টারপ্রাইজে বিকেল সাড়ে ৪টার দিকে বিকট শব্দের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো শুরু করে।

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েকটি দোকান

দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শাহমুখদুম ওয়ার্কশপের পরিচালক জানান, সুজন ও আল মামুন এন্টারপ্রাইজে ৭০০ থেকে ৮০০ গ্যাস সিলিন্ডার ছিল। ডিজেল ও পেট্রল কয়েক হাজার লিটার ছিল।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান তুষার জানান, সুজন এন্টারপ্রাইজের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পাশের ওয়ার্কশপ, ইসলামি ব্যাংক, এটিএম বুথসহ কয়েকটি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

তাপস কুমার/এমএসআর