ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ফেনীর দাগনভূঞায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফেনী-নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজার এবং জায়লস্কর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, দাগনভূঞা পৌর এলাকার গণিপুর এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে সাহাব উদ্দিন (৫৫)। তিনি পেশায় ইলেকট্রি মিস্ত্রি ছিলেন। পরিবারে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অন্যজন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাটঘর ইউনিয়নের খরিয়ালা গ্রামের মৃত জহির মিয়ার ছেলে ইয়াছিন (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহাব উদ্দিন সন্ধ্যায় গণিপুর বাজার থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলোনিয়া বাজারে যান। রাত ৮টার দিকে সেখান থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য সিলোনিয়া বাজারে সিএনজি অটোরিকশা ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ফেনী মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক রাকিব বিন ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থল ত্যাগ করেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাত ৯টার দিকে জায়লস্কর বিজিবি ক্যাম্পের অদূরে সড়কের ওপর ইয়াছিন (১০) নামে এক বেকারি কর্মচারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার সহকর্মীদের খবর দেয়। পরে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নিহতের সহকর্মীরা জানান, ইয়াছিন জায়লস্কর বিজিবি ক্যাম্প সংলগ্ন ডেইলি ফুড এন্ড বেকারিতে কাজ করতেন। রাত ৯টার দিকে সড়কের বিপরীত পাশের বাসায় ভাত খাওয়ার জন্য যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠায়।
ডেইলি ফুড এন্ড বেকারির ম্যানেজার মোশারফ বলেন, ইয়াছিন আমাদের প্রতিষ্ঠানে কাজ করতো। রাতে ভাত খেতে যাওয়ার সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
এমএসএ