নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে এ ঘটনাটি ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন— সিলেটের হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের মৃত ছোরত আলীর ছেলে ছায়েদ মিয়া (৩০) ও একই এলাকার মৃত করম আলীর ছেলে রহমত আলী (৩৭)।

ওসি মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে ছায়েদ ও রহমত কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে সাদিপুরে পল্লী বিদ্যু পাওয়ার স্টেশনের সামনে উল্টোপথে আসা ট্রাক ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী নিচে পড়ে যান।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেখ ফরিদ/এমএসআর