সেই খাদ্যগুদাম কর্মকর্তা ও নৈশপ্রহরী গ্রেফতার
টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি খাদ্যগুদাম থেকে দুই ট্রাক খাদ্যবান্ধব চাল পাচারের ঘটনায় খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) বেলাল হোসেন ও নৈশপ্রহরী আল আমীনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চালবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। তবে এখন পর্যন্ত পাচার হওয়া আরেক ট্রাকের (ঢাকা মেট্রো ট-৬১-৬১৫১) ৩৬০ বস্তা চালের সন্ধান পায়নি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে খাদ্যগুদাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বুধবার (১৪ এপ্রিল) উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মুক্তা রানী সাহা বাদী হয়ে ভূঞাপুর থানায় খাদ্যগুদাম কর্মকর্তা, নৈশপ্রহরী ও অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন। পরে পুলিশ দুপুরে আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠান।
বিজ্ঞাপন
জানা গেছে, ভূঞাপুর খাদ্যগুদামের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে মঙ্গলবার দুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ট্রাকযোগে পার্শ্ববর্তী ঘাটাইলের হামিদপুরের একটি রাইস মিলে বিক্রির জন্য নেওয়া হয়। পরে বিকেলে আরেকটি ট্রাকে চাল বোঝাই করা হয়। এতে ১৪ মেট্রিক টন চাল ছিল।
তবে ওই চাল উপজেলার গাবসারা ইউনিয়নের ডিলার নজরুল, ফরহাদ ও দিলীপ, অর্জুনা ইউনিয়নের ডিলার সাখাওয়াত হোসেন লেবুর চাল বলে দাবি করেন খাদ্যগুদাম কর্মকর্তা। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ডিলারদের রেখে যাওয়া চাল বলে লিখিত দেন।
বিজ্ঞাপন
ভূঞাপুর খাদ্যগুদামের নৈশপ্রহরী আল আমিন তার লিখিত জবাবে জানান, তিনি খাদ্যগুদাম কর্মকর্তার মৌখিক নির্দেশে খাদ্যবান্ধব কর্মসূচির চাল প্রথমে একটি ট্রাকে ভর্তি করেন। পরে আবার আরেকটি ট্রাকে বাকি চাল ভর্তি করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মুক্তা রানী সাহা ঢাকা পোস্টকে বলেন, ট্রাকে পাচার হওয়া চাল গত মার্চ মাসে খুলনা থেকে ভূঞাপুর গুদামে এসেছিল। তবে চালগুলোর বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি বরাদ্দের জন্য। এর মধ্যেই খাদ্যগুদাম কর্মকর্তা কীভাবে তা পাচার করছেন, সেটা তার জানা নেই। এ বিষয়ে দুজনের নামসহ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল ওহাব বলেন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। মামলাটি দুদক সংশ্লিষ্ট হওয়ায় জেলা দুদক সমন্বয় কার্যালয়ে পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ঢাকা পোস্টকে বলেন, চাল পাচারের ঘটনায় খাদ্যগুদাম কর্মকর্তাসহ দুজনসহ ট্রাকভর্তি চাল জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পাচার হওয়া আরেক ট্রাকের কোনো হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অভিজিৎ ঘোষ/এনএ