সাতক্ষীরায় খাওয়ার অযোগ্য পচা পেঁয়াজ বিক্রি করছেন টিসিবি ডিলার। আবার পচা পেঁয়াজ না কিনলে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে না সয়াবিন তেল, চিনি, ছোলা, খেঁজুরসহ টিসিবির অন্যান্য পণ্য। ফলে একপ্রকার বাধ্য করে ক্রেতাদের এসব গছিয়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে টিসিবির ডিলার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী সংকর সাধু এভাবেই সরকারি পণ্য বিক্রি করেন।

এদিকে টিসিবির পণ্য বিক্রির অন্যতম শর্ত হলো করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা। কিন্তু এখানে স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না।

ক্রেতারা জানান, পচা পেঁয়াজ না কিনলে অন্য কোনো পণ্য দেওয়া হচ্ছে না। ডিলার সংকর সাধু ও তার ভাই সাফ জানিয়ে দিয়েছেন, যারা পেঁয়াজ কিনবেন না, তাদের অন্যান্য পণ্য দেওয়া হবে না।

এ ব্যাপারে ডিলার সংকর সাধু ঢাকা পোস্টকে বলেন, পচা পেঁয়াজ আমাদের কিনে আনতে হচ্ছে টিসিবি থেকে। আমরা যা কিনব তা-ই বিক্রি করব। পেঁয়াজ পচা হলে আমাদের কিছু করার নেই।

আকরামুল ইসলাম/এনএ